নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নের বাঁশগাড়ি চরের মেঘনা নদীর ক্যানেলে গোসল করতে গিয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটে গত ১০ মে দুপুরে।
নিহত শিশু জুনাইদ প্রধানিয়া (৯) রাজরাজেশ্বর ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের প্রধানিয়া বাড়ির শাহজালাল প্রধানিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, জুনাইদ অন্যান্য শিশুদের সাথে তাদের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর ক্যানেলে (খালে) গোসল করতে গিয়েছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে তলিয়ে যায়।
অন্যান্য শিশুরা দ্রুত চিৎকার শুরু করলে নদীতে থাকা মাঝি মাল্লারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন। তারা দ্রুত পানিতে নেমে ডুবে যাওয়া জুনাইদকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিশু জুনাইদের পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের মাতম চলছে। স্থানীয়রা এই অপ্রত্যাশিত মৃত্যু-তে গভীর সমবেদনা জানিয়েছেন।