
পায়রা নদীর ভাঙন রোধে দুমকিতে মানববন্ধন।
নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের আলগী গ্রামে পায়রা নদীর অব্যাহত ভাঙনে শত শত একর কৃষিজমি এবং শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। নদীভাঙন রোধ ও গ্রামকে রক্ষার দাবিতে সম্প্রতি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ মানববন্ধন করেছেন।
১৬ আগস্ট সকাল সাড়ে ১০টায় আলগী গ্রামের পায়রা নদীর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পায়রা নদীর তীব্র স্রোতে লেবুখালী থেকে আলগী গ্রামের প্রায় ২ কিলোমিটার ওয়াপদা বাঁধ ভেঙে গেছে। এতে করে আলগী গ্রামের বেশির ভাগ অংশই নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার হুমকিতে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিগত ৫-৬ বছরে নদীভাঙনে অন্তত শতাধিক পরিবারের ঘরবাড়ি, ফসলি জমি, বাগান, কবরস্থান, মসজিদ ও মন্দির নদীগর্ভে হারিয়েছে। অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। ভাঙনকবলিত এলাকার মানুষ তাদের মালামাল নিয়ে সরকারি রাস্তার ওপর আশ্রয় নিয়েছেন। কিন্তু ক্ষতিগ্রস্তদের সাহায্যে কেউ এগিয়ে আসেনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. এজাজুল হক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তারা জরুরি ভিত্তিতে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব জানান, নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং দ্রুততম সময়ে তা বাস্তবায়নের আশা করা হচ্ছে।