
হাইমচরে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল।
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
জাতীয় নির্বাচন পদ্ধতি সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং বিচারিক দাবিতে চাঁদপুরের হাইমচরে যুগপৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার বাদ আসর উপজেলা সদর আলগী বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন ইসলামী আন্দোলনসহ তাদের সহযোগী সংগঠন যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবিগুলো তুলে ধরেন।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন। পিআর পদ্ধতিতে নির্বাচন পরিচালনা। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ। দৃশ্যমান গণহত্যার বিচার। বিশেষ ট্রাইব্যুনালে ১৪ দল ও জাতীয় পার্টির বিচার এবং বিচার চলাকালীন তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ।
সমাবেশে নেতাকর্মীরা বলেন, একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই দাবিগুলো মেনে নেওয়া অপরিহার্য।ইসলামী আন্দোলন হাইমচর উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিউল্লাহ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুল-এর পরিচালনায় অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানী।