চাঁদপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচন আজ চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বেশ কিছু পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন সভাপতি পদে চৌধুরী ইয়াসিন ইকরাম, সিনিয়র সহ-সভাপতি পদে এস এম সোহেল, সহ-সভাপতি পদে মাজহারুল ইসলাম অনিক, সাধারণ সম্পাদক পদে মোঃ শাওন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সম্পাদক-১ পদে মোঃ শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক-২ পদে সজীব খান, দপ্তর সম্পাদক পদে মানিক দাস এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইমাম হোসেন গাজী।
কয়েকটি পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবদুর রহমান গাজী ও সাঈদ হোসেন অপু দুজনেই সমান ভোট পাওয়ায় লটারির মাধ্যমে সাঈদ হোসেন অপু বিজয়ী হন। অর্থ সম্পাদক পদে শেখ আল মামুন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ আনোয়ারুল হক নির্বাচিত হয়েছেন। এছাড়া, নির্বাহী সদস্য পদে এম এ লতিফ, কে এম মাসুদ, অভিজিত রায় এবং মিজানুর রহমান লিটন নির্বাচিত হয়েছেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আলম পলাশ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ভোটকেন্দ্র পরিদর্শন করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।