ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে এক পুলিশ উপপরিদর্শকের (এসআই) বাসা থেকে তার সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়েছে। থানা থেকে মাত্র ১০০ গজ দূরে চারতলা ভবনের একটি ফ্ল্যাটে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী এসআই রাকিব উদ্দিন ভূঁইয়া জানান, সোমবার দুপুরে তিনি বাসা থেকে বের হন এবং বিকেলে ফিরে এসে দেখেন দরজা খোলা ও জিনিসপত্র এলোমেলো। দুর্বৃত্তরা তালা ভেঙে ব্রিফকেসে রাখা পিস্তল ও গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে।
এই ঘটনায় এসআই রাকিব উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, ঘটনা তদন্তে একাধিক পুলিশ দল কাজ করছে।
সোমবার রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।