ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি বিপণন সংস্থা ওএমএসের চাল কালোবাজারি করার অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ওএমএসের বিপুল পরিমাণ চালসহ তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা কালোবাজারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে খবর, আটককৃতদের বিরুদ্ধে কালোবাজারি ও সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে।
উল্লেখ্য, স্বল্প আয়ের মানুষের জন্য সরকার ওএমএসের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল বিক্রি করে থাকে। এই চাল কালোবাজারে বিক্রি করায় সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় সচেতন মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কালোবাজারি চক্রকে কঠোর হাতে দমন করা হবে।