ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিঃ

ফরিদগঞ্জে যুবদল ও ছাত্রদলের অংশ গ্রহণে ক্রীড়া অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মাঠে বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ক্রীড়াপ্রেমী মাঠভরা দর্শকদের উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

দেশের সাংস্কৃতিকে নতুন রুপে তুলে ধরতে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করে ফরিদগঞ্জ উপজেলা যুবদল বনাম ছাত্রদল। দুই সংগঠনের খেলোয়ারদের টান-টান উত্তেজনার মধ্যদিয়ে খেলা শেষে টাইব্রেকার ৪-৫ গোলের ব্যবধানে যুুবদলকে হারিয়ে ছাত্রদল জয়লাভ করে।

গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামধন্য চিকিৎসক, সমাজসেবক ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির কান্ডারী জননেতা আলহাজ¦ এমএ হান্নান চৌধুরীর উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। দিন যতই যাচ্ছে, ততই বর্তমান যুবসমাজ সাইবার বুলিং, মাদক, ইভটিজিংসহ নানান অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। যুবসমাজ মাঠে কসরত জনিত খেলা ধুলায় অংশ গ্রহণ করলে শারীরিক ও মানসিকভাবে সুষ্ঠু থাকবে। তাই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনে এই যুবসমাজই রাষ্ট্রের নের্তৃত্ব দিবে, এখন থেকে যুব সমাজকে তৈরী করার লক্ষে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি এই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি আরো বলেন, আপনারা জানেন, গত দুই দশক যাবত ফরিদগঞ্জে আলহাজ¦ এমএ হান্নান চৌধুরী সাহেব রাস্তা-ঘাট, কালভার্ট, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, কৃষি উপকরণ বিতরণসহ নানান ভাবে সমাজসেবা করে আসছেন। আমাদের এবার এ সমাজসেবক মানুষটির জন্য কিছু করা প্রয়োজন। ইতিমধ্যে গত দুইবার তাঁকে ধানের শীষ প্রতীক দিয়ে এই উপজেলায় পাঠানো হয়েছে। নানামুখী ষড়যন্ত্রের কারনে তিনি তখন সফল হতে পারেন নি। আমরা আশাকরি আগামী নির্বাচনেও ধানের শীষ প্রতীক নিয়ে আমাদের মাঝে আসবে আলহাজ¦ এমএ হান্নান চৌধুরী। আমরা তাঁকে ধানের শীষ প্রতীকে মনোনীত করে সংসদে পাঠানোর জন্য ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, মো. ফারুক আহমেদ, মাসুদ আলম, গল্লাক আর্দশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা, যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীবৃন্দ।

অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ টাকা, রানার্সআপ দলকে ৫০ হাজার টাকার প্রাইজমানি ও ট্রপি প্রদান করেন অতিথিবৃন্দ।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Categories

On Key

Related Posts

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল মঙ্গলবার (৬ মে) দেশে ফিরেছেন। কাতার রাজপরিবারের একটি বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স)

কচুয়ায় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় স্বাস্থ্য সেবা খাতকে ঢেলে সাজাতে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনির নেতৃত্বে আজ

হাইমচরের কৃতি সন্তান মাহবুব-উল-আলম যুব ও ক্রীড়া সচিব

ডেক্স রিপোর্টঃ চাঁদপুর জেলার হাইমচর উপজেলার কৃতি সন্তান মোঃ মাহবুব-উল-আলম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি

হাইমচরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী আটক

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের হাইমচরে পঞ্চম শ্রেণির এক ৯ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে হাইমচর থানা পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা

Contact

Social

© Copyright 2024 banglaralo24tv. All right reserved.