
ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু হিসেবে ফিলিস্তিন ইস্যুকে গুরুত্ব দিতে হবে: গাযী আতাউর রহমান
স্টাফ রিপোর্টারঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাযী আতাউর রহমান বুধবার এক বিবৃতিতে বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গাজায় চলমান গণহত্যাকে চিহ্নিত করেছেন।
তিনি বলেন, বর্বর ইসরায়েলের এই নির্মমতা সহ্য করার মতো নয়। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের দীর্ঘদিনের বন্ধুদেশ হিসেবে বাংলাদেশের উচিত জাতিসংঘের এবারের অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণে ফিলিস্তিন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।
গাযী আতাউর রহমান আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন এবং সুশাসনের জন্য দীর্ঘদিনের সংগ্রামের সঠিক চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। দেশ সম্পর্কে যেসব অপপ্রচার ছড়ানো হয়েছে, সেগুলোর সঠিক তথ্যও উপস্থাপন করা জরুরি।
বিবৃতিতে তিনি বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে আন্তর্জাতিক সমর্থন আদায় এবং বিদেশে পালিয়ে থাকা খুনি ও দুর্নীতিবাজদের দেশে ফিরিয়ে আনতে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এছাড়াও, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতার বিষয়টিও বলিষ্ঠভাবে তুলে ধরার কথা বলেন তিনি। মাওলানা গাযী আতাউর রহমান উল্লেখ করেন, লাখ লাখ রোহিঙ্গাকে নির্যাতন করে দেশান্তরিত হতে বাধ্য করার পর জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা যথাযথ ছিল না। আন্তর্জাতিক সম্প্রদায় ত্রাণ সহায়তা দিলেও রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে কার্যকর কোনো ভূমিকা রাখেনি। এই বিষয়টি সাহসিকতার সাথে তুলে ধরার ওপর তিনি জোর দেন।