হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজায় ইজরায়েলী বাহিনীর অব্যাহত বোমা হামলার প্রতিবাদে ফিলিস্তিনী প্রতিরোধ যোদ্ধা সংগঠন হামাসের দাবীর সাথে সহমত জানাতে হাইমচরে হরতাল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে ‘সম্মিলিত ওলামা-মাশায়েখ, হাইমচর’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা সদর আলগী বাজার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন আ. হালিম চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব হযরত মাওলানা জুলফিকার হাসান মুরাদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, সম্মিলিত ওলামা মাশায়েখ হাইমচর উপজেলার মুখপাত্র মাওলানা আব্দুর রহমান হামিদী, ‘সম্মিলিত ওলামা-মাশায়েখ, হাইমচর’ আহ্বায়ক মাওলানা জিল্লুর রহমান ফারুকী, জাতীয়তাবাদী দল বিএনপি’র হাইমচর উপজেলার যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ গাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি মাওলানা ছফিউল্লাহ, সম্মিলিত ওলামা মাশায়েখ যুব ফোরাম আহ্বায়ক মাওলানা আলাউদ্দিন সালেহ।
বক্তারা ইজরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন এবং তাদের পণ্য বয়কটের আহ্বান জানান। তারা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, প্রয়োজনে তারা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে অংশ নিতে প্রস্তুত। বক্তারা বলেন, “যারা ইজরায়েলকে সহযোগিতা করবে, তারা ইসলামের শত্রু।” তারা জাতিসংঘকে অবিলম্বে এই সংঘাত বন্ধের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশ শেষে ফিলিস্তিনে নিহতদের জন্য দোয়া করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সম্মিলিত ওলামা মাশায়েখ যুব ফোরাম যুগ্ম আহ্বায়ক মুফতি শফিকুল ইসলাম।