হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইজরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং আল আকসা মসজিদ পুনরুদ্ধারের দাবিতে চাঁদপুরের হাইমচরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর হাইমচর উপজেলার আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আঃ হালিম চত্ত্বরে হৃদয়ে মানবতা সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বোরহান উদ্দিন সিহাব। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামাগণ এবং সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনের মুসলমানদের উপর ইজরায়েলের হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই হামলা বন্ধের দাবি জানান। তারা বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল আলগী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা “ফিলিস্তিন মুক্তি পাক”, “ইজরায়েল নিপাত যাক” ইত্যাদি স্লোগান দেন। বক্তারা আমেরিকা, ভারত, ইসরায়েলের তাদের পণ্য বর্জনের আহ্বান জানান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ছফিউল্লাহ, উপজেলা সরকারি হসপিটাল জামে মসজিদের খতিব মাওলানা জুলফিকার হাসান মুরাদসহ অন্যান্যরা সমাবেশে বক্তব্য রাখেন।
এসময় হৃদয়ে মানবতা সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন এর পরিচালনায় উপস্থিত ছিলেন, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আলেম ওলামাগন।
অপরদিকে, গাজায় নিরস্ত্র মুসলিম গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি ডাক্তার মাওলানা মোঃ ছফিউল্লাহ ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুলের নেতৃত্বে আলগী বাজারে বিক্ষোভ মিছিল বের হয়।