ঝালকাঠি প্রতিনিধিঃ
ফিলিস্তিনে অব্যাহত বর্বর হামলা ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় আজ রবিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা অটো শ্রমিকরা।
সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা অটো শ্রমিকদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে অটো শ্রমিক নেতা মোঃ আল আমিন, মোঃ আবু বক্কর ছিদ্দিক, মোঃ কবির হোসেন ও মোঃ সুমন বেপারীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শ্রমিকরা ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব বিবেককে এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়াতে হবে।