
বদরুদ্দীন উমর হলেন স্বাধীন বিবেকের এক প্রতীক: তারেক রহমান।
স্টাফ রিপোর্টারঃ
বি.এন.পি.র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিশিষ্ট লেখক, বুদ্ধিজীবী ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বদরুদ্দীন উমরকে ‘স্বাধীন বিবেকের এক প্রতীক’ হিসেবে মন্তব্য করেছেন। রোববার এক বিবৃতিতে তারেক রহমান এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তারেক রহমান বলেন, “মরহুম বদরুদ্দীন উমর বারবার রাজরোষে পড়লেও নিজের আদর্শ বাস্তবায়নে আপোষহীন ছিলেন। কোনো হুমকি বা ভয় তাঁকে কর্তব্য থেকে সরাতে পারেনি। স্বৈরতন্ত্রকে উপেক্ষা করে তিনি স্বাধীন মতামত প্রকাশে কখনও পিছপা হননি। তিনি ছিলেন এদেশের স্বাধীন বিবেকের এক প্রতীক।”
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বদরুদ্দীন উমর। রোববার সকাল ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
তারেক রহমান আরও বলেন, “বামপন্থী প্রগতিশীল রাজনীতির পথিকৃৎ, লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দীন ওমরের প্রয়াণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমি গভীরভাবে মর্মাহত। স্বাধীনচেতা, নির্ভীক কণ্ঠস্বরের এই বুদ্ধিজীবীর চলে যাওয়া জনমনে হতাশার সৃষ্টি করেছে।”
বিবৃতিতে বদরুদ্দীন উমরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারেক রহমান। তিনি বলেন, বদরুদ্দীন উমর জনগণের বেদনা উপলব্ধি করতে পারতেন এবং সেটিকে প্রতিবাদের ভাষায় প্রকাশ করতেন। ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে তাঁর সক্রিয় তৎপরতা, চিন্তা ও লেখা অবিস্মরণীয়। জাতির নানা ক্রান্তিকালে তাঁর গবেষণামূলক গ্রন্থগুলো পাঠক সমাজের কাছে এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হবে।