
বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর সাহিত্য একাডেমির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুর প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুর সাহিত্য একাডেমির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শনিবার (১২ জুলাই) তিন দিনব্যাপী এই আয়োজনের সফল সমাপ্তি হয়। লেখক ও সাহিত্যপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমি সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন। সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এবং সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক রুহুল আমিন হাওলাদার। এছাড়া, স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সদস্য এডভোকেট ইকবাল বিন বাশার ও কার্যনির্বাহী সদস্য মির্জা জাকির।
অনুষ্ঠানে একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য, ডাক্তার, বিভিন্ন সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সাহিত্য একাডেমীর পরিচালক ও নির্বাহী সদস্যগণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে নবগঠিত কার্যকরী পরিষদের পরিচিতি, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সমাপনী অনুষ্ঠানের প্রথম পর্বে কবিকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়, যেখানে নবীন-প্রবীণ কবিরা নিজেদের লেখা কবিতা আবৃত্তি করেন।
পরে আলোচনা সভা শেষে তিন দিনব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
তিন দিনের কর্মসূচিতে যা ছিল: ১০ জুলাই (বৃহস্পতিবার): আক্কাস আলী রেলওয়ে একাডেমি প্রাঙ্গণে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়। একই দিনে চাঁদপুর ও ফরিদগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়।
১১ জুলাই (শুক্রবার): সাহিত্য একাডেমি মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা এবং বাবুরহাট অগ্নিবীণা পাঠাগারে বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা এই সফল আয়োজনের জন্য বিভিন্ন উপকমিটিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।