
আজিয়াটার একটি দল কুয়ালালামপুরে তার হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছে।
ডেক্স রিপোর্টঃ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার শীর্ষ টেলিকম সংস্থা আজিয়াটাকে বাংলাদেশে ৫জি পরিষেবা চালু করার এবং ডেটা সেন্টারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। দেশের ক্রমবর্ধমান অর্থনীতির জন্য উচ্চ-গতির ইন্টারনেটের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি।
গতকাল কুয়ালালামপুরে আজিয়াটার একটি দলের সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে দ্রুতগতির ইন্টারনেট অপরিহার্য। তিনি আরও জানান, সরকার লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করে টেলিকম অপারেটরদের জন্য একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরির চেষ্টা করছে।
বৈঠকে আজিয়াটা বেরহাদের গ্রুপ সিইও বিবেক সুদ জানান, বাংলাদেশে ৫জি পরীক্ষামূলকভাবে চালু করলেও পূর্ণাঙ্গ সেবা চালুর জন্য দেশের ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ জরুরি। তিনি বলেন, আজিয়াটা এদেশে ডেটা সেন্টার স্থাপনেও আগ্রহী। তবে, ব্যয়বহুল স্পেকট্রাম ফি এবং লাইসেন্সিং ব্যবস্থার জটিলতা বিনিয়োগের ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।
অধ্যাপক ইউনূস বেসরকারি খাত ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার ওপর জোর দিয়ে বলেন, “একে অপরের কাছাকাছি আসা এবং বোঝাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” বৈঠকে আজিয়াটা গ্রুপের চেয়ারম্যান শাহরিল রিদজা রিদজুয়ানসহ বাংলাদেশের সরকারের কয়েকজন উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।