
বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না: প্রধান উপদেষ্টা।
ডেক্স রিপোর্টঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দৃঢ়তার সঙ্গে বলেছেন যে বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। তিনি ঘোষণা করেন, দেশটিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে নাগরিকবান্ধব সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং জনগণের ভোটে যে দলই আগামীতে ক্ষমতায় আসুক না কেন, এই সংস্কার বাস্তবায়নে কোনো সমস্যা হবে না।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
ড. ইউনূস জোর দিয়ে বলেন, দলমত নির্বিশেষে গঠিত ঐকমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম টেকসইভাবে এগিয়ে যাবে। জনগণের আত্মত্যাগে অর্জিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়াকে আর কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ব্যাখ্যা করে বলেন, ‘ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি অন্তর্বর্তী রাষ্ট্রকাঠামো গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। যেখানে কোনো স্বৈরশাসনের আবির্ভব হবে না। রাষ্ট্র ও জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না।’
এছাড়া, প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা কোনো দেশে না রাখার আহ্বান জানান এবং জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিতে উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।
ড. মুহাম্মদ ইউনূস তাঁর ভাষণে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটও তুলে ধরেন। তাঁর বক্তব্যে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।