
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।
ডেক্স রিপোর্টঃ
দেশের শীর্ষস্থানীয় কৃষি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) আজ আনন্দ, শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে তার ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে পায়রা ও বেলুন উড়িয়ে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে আরও ছিল ব্রহ্মপুত্র নদ ও বিশ্ববিদ্যালয়ের হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ এবং আবাসিক হলগুলোতে বৃক্ষরোপণ।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গৌরবের ৬৪ বছর: অর্জন ও সম্ভাবনা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. এ কে ফজলুল হক বলেন, “১৯৬১ সালের ১৮ আগস্ট দুটি অনুষদ নিয়ে বাকৃবির যাত্রা শুরু হয়েছিল। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, দক্ষ কৃষিবিদ তৈরি করা এবং নতুন ফসল ও হাইব্রিড প্রাণী উদ্ভাবনসহ বিভিন্ন গবেষণা ও কার্যক্রমের মাধ্যমে আজ এটি বিশ্বে এক অনন্য স্থান দখল করেছে।”
আলোচনা সভায় বিভিন্ন অনুষদের ডিনরা তাদের নিজ নিজ অনুষদের অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।