
বাখরপুরে জামায়াতে ইসলামীর নতুন কার্যালয় উদ্বোধন।
চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর ১নং ওয়ার্ডে নবনির্মিত কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বাদ আছর এই কার্যালয়ের উদ্বোধন করেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. ইকবাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, এই কার্যালয় কেবল একটি ভবন নয়, এটি ইনসাফ, ন্যায় ও ইসলামী আদর্শে গঠিত একটি সংগ্রামী প্ল্যাটফর্ম। এখান থেকেই আগামী দিনের রাজনৈতিক জাগরণ, সাংগঠনিক পুনর্গঠন ও জনসম্পৃক্ত আন্দোলনের নেতৃত্ব গড়ে উঠবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বিগত দিনে জামায়াতের বহু নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, বিভ্রান্তিকর প্রচার এবং প্রহসনের বিচার করে নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। তবে জামায়াত মাথা নত করেনি। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, শহীদের রক্ত বৃথা যাবে না। সেই রক্তের শক্তি দিয়েই আজ দেশের সাধারণ জনগণ জেগে উঠেছে এবং ছাত্র-জনতা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে একত্রিত হয়েছে। এই গণবিপ্লব স্বৈরশাসকদের বিতাড়িত করেছে, যা প্রমাণ করে মানুষ আর অবিচার, অনিয়ম ও দুর্নীতির শাসন চায় না।
শাহজাহান মিয়া জানান, বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায় এবং তারা ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চায়, যেখানে রাজনৈতিক প্রতিহিংসা, গুম-খুন বা মানবাধিকার লঙ্ঘন থাকবে না। তিনি ঘোষণা করেন, এই লক্ষ্য নিয়েই বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধের প্রতীক “দাঁড়িপাল্লা” নিয়ে ভোট যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে।
তিনি বিশ্বাস করেন, আল্লাহর সহায়তা ও জনগণের সমর্থনে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মর্যাদাসম্পন্ন একটি রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সবাইকে জামায়াতে ইসলামীকে সমর্থন করে ইনসাফ ও ন্যায়নীতির পক্ষে অবস্থান নিতে এবং বাংলাদেশকে একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে একসাথে কাজ করার আহ্বান জানান।
১নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি মাওলানা মো. বিল্লাল হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও শহর আমির অ্যাডভোকেট মো. শাহাজাহান খান। স্বাগত বক্তব্য রাখেন সাবেক চান্দ্রা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জি এম রফিকুল ইসলাম।
এসময় ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মনির হোসাইন খান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন জিয়াদীসহ ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, স্থানীয় সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।