
বাগদান সম্পন্ন করলেন সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
স্টাফ রিপোর্টার:
সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সম্প্রতি বাগ্দান সম্পন্ন করেছেন। তার হবু স্ত্রী হলেন ব্যারিস্টার নুসরাত খান।
গত ১০ অক্টোবর (শুক্রবার) রাতে পারিবারিকভাবে এই বাগ্দান সম্পন্ন হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান খবরটি নিশ্চিত করেছেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য এবং বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যারিস্টার নুসরাত খান টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য ও জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে। তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার বেড়ে ওঠা। তিনি স্কলাস্টিকা স্কুল থেকে এ-লেভেল ও ও-লেভেল সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান।
নুসরাত খান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলবি (অনার্স) এবং বিবিপি ইউনিভার্সিটি থেকে এলএলএম ও বার অ্যাট ল সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ থেকে বিজনেস সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট এবং ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে পলিটিক্যাল ফিলোসফি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ব্রিটিশ স্কুল অফ ল’-এর ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন।
নবদম্পতির জন্য দুই পরিবার সকলের কাছে দোয়া কামনা করেছেন।
0