
বিএনপি চাঁদাবাজ-খুনের দল, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করে: মুফতি ফয়জুল করীম।
ডেক্স রিপোর্টঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন, বিএনপি একটি চাঁদাবাজ ও খুনের দল। চাঁদাবাজি না করলে তারা খুন করছে এবং চাঁদা না দেওয়ায় স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে। তাদের কথা না শুনলে পুলিশকেও হুমকি দিচ্ছে।
বুধবার বিকেলে নেত্রকোণার মোক্তারপাড়া মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা দেশে রাষ্ট্র সংস্কার, গণহত্যা ও চাঁদাবাজি বন্ধের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুফতি ফয়জুল করীম বিএনপির তীব্র সমালোচনা করে বলেন, “ক্ষমতায় যাওয়ার আগেই যদি তাদের এই অবস্থা হয়, তবে ক্ষমতায় গেলে কী হবে?” তিনি আগামী নির্বাচনে বিএনপিকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামী আন্দোলনের হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি নেত্রকোণার পাঁচটি আসনের হাতপাখার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আল্লামা আব্দুল কাইয়ুম এবং মাওলানা জসিমউদ্দিন পাঠান।