
বিচার বিভাগের সংস্কার ৮০ শতাংশ বাস্তবায়িত: প্রধান বিচারপতি।
ডেক্স রিপোর্টঃ
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের ঘোষিত সংস্কার কর্মসূচির প্রায় ৮০ শতাংশই ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। বাকি কাজগুলোও সরকারের সহযোগিতায় দ্রুত সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গতকাল সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (SCBA) আয়োজিত ‘জুলাই বিদ্রোহ: বিচার বিভাগের সংস্কার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বিচার বিভাগের পূর্ণ প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন নিশ্চিত করা, এর কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি এবং বিচার বিভাগের কর্মকর্তাদের আচরণে শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেন। তিনি দেশের প্রতিটি আদালতে এই সংস্কার প্রক্রিয়া ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সৈয়দ রেফাত আহমেদ বলেন, বিচার বিভাগ তার পূর্ণ স্বাধীনতা ও শৃঙ্খলা পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে। তিনি আরও বলেন, “বিচার বিভাগকে অবশ্যই ন্যায্যতা, সাহস এবং সততার সাথে জনগণের সেবা করতে হবে।”
সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর একটি হলো সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় স্থাপন করা। এটি বাস্তবায়িত হলে সাংবিধানিকভাবে ক্ষমতার পৃথকীকরণ এবং বিচার বিভাগের স্বাধীনতা আরও শক্তিশালী হবে।”
বিচারিক নিয়োগের স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের বিশ্বাসযোগ্যতা অনেকাংশে বিচারক নিয়োগের সততার ওপর নির্ভরশীল। তিনি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সক্রিয়করণকে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেন, যা একটি কলেজিয়াম-ভিত্তিক ব্যবস্থা চালু করে বিচারিক নিয়োগে স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করেছে।
SCBA সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।