
বিদায়ী ডাচ রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, 'জুলাই বিপ্লব' নিয়ে গান উপস্থাপন।
ডেক্স রিপোর্টঃ
ঢাকা: নেদারল্যান্ডসের বিদায়ী রাষ্ট্রদূত আন্দ্রে কার্স্টেনস গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎকালে তিনি দেশের রাজনৈতিক সংস্কার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের ‘জুলাই বিপ্লব’ নিয়ে তার লেখা একটি গানও অধ্যাপক ইউনূসের কাছে তুলে ধরেন।
সাক্ষাৎকালে কার্স্টেনস বলেন, গত এক বছরে, বিশেষ করে পূর্ববর্তী সরকারের পতনের পর বাংলাদেশকে এই কঠিন সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য জনগণ অধ্যাপক ইউনূসকে মনে রাখবে।
তিনি সম্প্রতি প্রকাশিত ‘জুলাই ঘোষণাপত্র’-এর প্রশংসা করে এটিকে দেশের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন। এ ছাড়া, প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সময়সূচীকে তিনি ‘নিখুঁত’ বলে বর্ণনা করেন, যা দেশকে একটি সাধারণ নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি মনে করেন।
দুই নেতা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন এবং সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য আসন্ন আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে এই সমস্যা সমাধানের বিষয়ে আলোকপাত করেন।
সাক্ষাৎকালে, সংহতির নিদর্শন হিসেবে রাষ্ট্রদূত কার্স্টেনস তরুণদের নেতৃত্বে পরিচালিত ‘জুলাই বিপ্লব’-এর চেতনাকে কেন্দ্র করে লেখা তার একটি গানের কথা প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। গানটি মূলত জর্জ হ্যারিসনের বিখ্যাত ‘বাংলাদেশ’ গানের সুরে গাওয়া হয়েছে। বৈঠকের সময় গানটির একটি ভিডিও চিত্রও দেখানো হয়।
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিক এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মুর্শেদ উপস্থিত ছিলেন।