
বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করলো ‘হাব’
স্টাফ রিপোর্টার:
সরকারের সাথে মিল রেখে ২০২৬ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনার তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব (HAAB)। নতুন প্যাকেজ অনুযায়ী এবার বেসরকারিভাবে হজ পালনে সর্বনিম্ন ৫ লাখ ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭ লাখ ৫০ হাজার টাকা খরচ হবে। এটি সরকারি প্যাকেজের চেয়েও বেশি ব্যয়বহুল।
প্যাকেজের বিস্তারিত ও ব্যয় বৃদ্ধি
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর, ২০২৫) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের পক্ষ থেকে এই প্যাকেজ ঘোষণা করা হয়। ঘোষিত বেসরকারি হজ প্যাকেজ তিনটি হলো:
হাব জানিয়েছে, গত বছর (২০২৫) বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ প্যাকেজ ছিল ৬ লাখ ৯৯ হাজার টাকা, যা এবার ৫১ হাজার টাকা বেড়ে ৭ লাখ ৫০ হাজার টাকায় দাঁড়িয়েছে। একইভাবে, গত বছর সাধারণ প্যাকেজ ছিল ৫ লাখ ২৩ হাজার টাকা, এবার তা ২৭ হাজার টাকা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৫০ হাজার টাকায় দাঁড়িয়েছে। তবে ৫ লাখ ১০ হাজার টাকার সাশ্রয়ী প্যাকেজ এবারই প্রথম ঘোষণা করা হলো।
সরকারি প্যাকেজের সাথে বেসরকারি প্যাকেজের তুলনা
এর আগে গত রবিবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করে। সরকারি প্যাকেজের সর্বনিম্ন ব্যয় বেসরকারি প্যাকেজের চেয়ে প্রায় ৪২ হাজার টাকা কম।