
ভারতের বিরুদ্ধে নিউইয়র্কে প্রধান উপদেষ্টার চার অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক উচ্চ-পর্যায়ের বৈঠকে ভারতের বিরুদ্ধে চারটি গুরুতর অভিযোগ এনেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।
ড. ইউনূস যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এই বৈঠক করেন। উল্লেখ্য, সার্জিও গোরকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা ভারত-বাংলাদেশের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোকপাত করেন। তিনি যে চারটি প্রধান অভিযোগ উত্থাপন করেছেন, তা নিচে তুলে ধরা হলো:
১. গণবিপ্লবকে ভালোভাবে নেয়নি ভারত
ড. ইউনূস অভিযোগ করেন যে, গত বছরের গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি, যার কারণে দুই দেশের সম্পর্কে অবনতি হয়েছে। তিনি মনে করেন, এই ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হলেও ভারতের প্রতিকূল অবস্থান সম্পর্কের অবনতির মূল কারণ।
২. ভারতীয় মিডিয়ার ‘ভুয়া খবর’ ও ‘প্রোপাগান্ডা’
প্রধান উপদেষ্টা ভারতীয় সংবাদমাধ্যমগুলোর ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ভারত থেকে ‘অনেক ভুয়া খবর’ আসছে এবং তারা ‘প্রোপাগান্ডা’ ছড়াচ্ছে। তাঁর মতে, ভারতীয় মিডিয়া পরিস্থিতিকে আরও খারাপ করেছে এবং তারা গত বছরের গণবিপ্লবকে ভুলভাবে ‘ইসলামি আন্দোলন’ হিসেবে প্রচার করেছে।
৩. শেখ হাসিনাকে আশ্রয় এবং উত্তেজনা সৃষ্টি
সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টিও আলোচনায় আনেন ড. ইউনূস। তিনি সরাসরি অভিযোগ করেন যে, ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং ‘তিনিই সমস্যার সৃষ্টি করছেন’। প্রধান উপদেষ্টা মনে করেন, এই ঘটনাগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে ‘উত্তেজনা তৈরি করেছে’।
৪. সার্ক নিষ্ক্রিয়তার জন্য ভারতের রাজনীতি
আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক (SAARC) জোটকে পুনরুজ্জীবিত করতে না পারার জন্য প্রধান উপদেষ্টা ভারতকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, সার্ক কাজ করছে না কারণ ‘একটি দেশের রাজনীতির সঙ্গে এটি ফিট হচ্ছে না’।
উল্লেখ্য, সর্বশেষ সার্ক সম্মেলন ২০১৪ সালে হয়েছিল। ২০১৬ সালের সম্মেলন উরিতে সন্ত্রাসী হামলার জেরে ভারত কর্তৃক পাকিস্তানে যেতে অপরাগতা প্রকাশ করায় স্থগিত হয়ে যায়। ভারত এখন সার্কের বদলে বিমসটেককে (BIMSTEC) বেশি গুরুত্ব দিচ্ছে, এমনকি দ্বিপাক্ষিক অনেক বিষয়ও তারা বিমসটেকের মাধ্যমে বাংলাদেশকে জানিয়ে থাকে। সম্প্রতি বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেছিলেন।