
মসজিদের ইমামকে মোটরসাইকেল উপহার দিলেন মুসল্লিরা
চাঁদপুর প্রতিনিধি:
দীর্ঘ ২৩ বছর ধরে নিরলস সেবার স্বীকৃতিস্বরূপ মুসল্লিদের কাছ থেকে একটি মোটরসাইকেল উপহার পেলেন চাঁদপুরের সদর উপজেলার দক্ষিণ বাখরপুর বায়তুস সালাম জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জহিরুল ইসলাম।
তাঁর এই দীর্ঘদিনের নিষ্ঠা ও দায়িত্বশীলতাকে সম্মান জানাতে দুবাই প্রবাসী সবুজ মিজির উদ্যোগে স্থানীয় মুসল্লিরা যৌথভাবে অর্থ সংগ্রহ করেন। শুক্রবার জুমার নামাজের পর মসজিদ কমিটির সভাপতি মোক্তার আহমদ মাস্টারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইমাম সাহেবের হাতে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করা হয়।
উপহার পেয়ে আবেগাপ্লুত ইমাম সাহেব বলেন, “মুসল্লিদের এই ভালোবাসা আমাকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।” এলাকাবাসী জানান, ইমাম সাহেব শুধু ইমামতিই করেননি, তরুণদের নৈতিক মূল্যবোধ শেখাতেও তিনি সক্রিয় ছিলেন। এই সম্মাননা সমাজে সৎ ও নিষ্ঠাবানদের প্রতি কৃতজ্ঞতার সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।