
মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় হাইমচরে শোক ও দোয়া।
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে চাঁদপুরের হাইমচর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং মসজিদে শোক ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর পড়লে ১৮ জন শিক্ষার্থীসহ ২০ জনের মর্মান্তিক মৃত্যু হয়, যা সারাদেশে শোকের ছায়া নামিয়ে এনেছে।এই হৃদয়বিদারক ঘটনায় নিহত ও আহতদের স্মরণে হাইমচরের বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়, আদর্শ শিশু নিকেতন, হাইমচর আইডিয়াল স্কুল, দারুসসুন্নাত আইডিয়াল একাডেমি মাদরাসা, নেকসা মডেল স্কুল এবং ছোট লক্ষীপুর আলীমুন্নেছা মডেল স্কুল ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় আদম আলী দারুসসালাম জামে মসজিদ মক্তব কেন্দ্র, কমলাপুর পাটওয়ারী বাড়ি জামে মসজিদ মক্তব এবং ছোটলক্ষীপুর ছৈয়াল বাড়ি জামে মসজিদ মক্তব সহ বিভিন্ন মসজিদে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়। নয়নী লক্ষ্মীপুর বাইতুল কাদের জামে মসজিদ সহজ কোরআন শিক্ষা কেন্দ্রও একই উদ্দেশ্যে বিশেষ দোয়ার আয়োজন করে।স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫ নং খুদিয়া বাজাপ্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইমচর মডেল স্কুল এবং ১২ নং দক্ষিণ ভিঙ্গুলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ও রাষ্ট্রীয় শোক দিবসে এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।