
মা ইলিশ রক্ষায় চাঁদপুর সদরে জেলা টাস্কফোর্সের পথসভা।
স্টাফ রিপোর্টার:
মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়ন করতে চাঁদপুর জেলা টাস্কফোর্সের পথসভা করা হয়েছে। বৃহস্পতিবার ২ অক্টোবর দুপুরে চাঁদপুর জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্সে কমিটির বাস্তবায়নে চাদপুর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বহরিয়া বাজার মাছঘাট ও হানারচর ইউনিয়নের হরিনা ফেরিঘাট মৎস্যআড়তে পথসভা সম্পন্ন হয়।
পথ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মুহসীন উদ্দিন। এসময় তিনি বলেন, চাঁদপুর পদ্মা মেঘনা ধনাগোদা নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। এই জন্য জেলেদের মাঝে সচেতনতার লক্ষে এবং আইন সম্পর্কে জানাতে আমরা নদী তীরবর্তী এলাকায়, মাছ-ঘাট ও জেলেপল্লী এলাকায় পথসভা করতেছি। এবছর আইন অমান্য করে যে সকল জেলেরা নদীতে মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলার পাশাপাশি সরকারি আদেশ অমান্য করায় দুটি মামলা দেওয়া হবে। যে কারণে জেলেদের দীর্ঘদিন সাজা ভোগ করতে হবে।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এর সঞ্চালনায় চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোঃ মুসফিক বক্তব্য রাখেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম, এন, জামিউল হিকমা, হরিনা নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ বোরহান উল ইসলাম, হানারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কালু হাওলাদার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন গাজী সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বেপারীসহ কোষ্ট গার্ডের কর্মকর্তা, মৎস্যজীবীও আড়দদার উপস্থিত ছিলেন।