
মা ইলিশ সংরক্ষণ অভিযানে কাঁঠালিয়ায় ইলিশসহ জাল জব্দ
মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১৫ কেজি মা ইলিশ ও ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। মা ইলিশ সংরক্ষণের সরকারি নিষেধাজ্ঞা নিশ্চিত করতে গতকাল (১৮ অক্টোবর) সকালে এই অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তারের নেতৃত্বে বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। মৎস্য কর্মকর্তারা জানান, অভিযানের সময় জেলেরা নৌকা ফেলে নদীতে জাল রেখেই দ্রুত পালিয়ে যায়।
এ সময় নদী থেকে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো নদী তীরে এনে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া, জব্দ হওয়া মা ইলিশগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার জানান, মা ইলিশ সংরক্ষণের জন্য সরকার ঘোষিত সময়সীমা কার্যকর করতে এই অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে আগামীতেও অবৈধ জাল ও ইলিশ ধরার বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।