
মেঘনায় ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে তলিয়ে গেল লাইটার জাহাজ।
চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের মেঘনা নদীতে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে ‘এমভি চাঁদতারা-০৮’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলার দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, তীব্র স্রোতের কারণে নোঙর করা অবস্থায় জাহাজটি টেনে নিয়ে যায় এবং ‘এমভি জামান’ নামের আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা খায়। এতে ‘এমভি চাঁদতারা-০৮’-এর ইঞ্জিন রুমের তলা ফেটে পানি ঢুকে যায় এবং এটি সম্পূর্ণ তলিয়ে যায়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সকল নাবিক নিরাপদে আছেন। নৌ পুলিশ সুপার আরও জানান, জাহাজের মাস্টারের অদক্ষতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, নিমজ্জিত জাহাজটি নৌ চ্যানেলের বাইরে থাকায় নৌ চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না। জাহাজটি চিহ্নিত করতে একটি বয়া স্থাপন করা হচ্ছে।