
রপ্তানি বাড়াতে এনবিআরের নতুন উদ্যোগ
স্টাফ রিপোর্টারঃ
রপ্তানি খাতকে চাঙ্গা করতে এবং আংশিক রপ্তানিকারকদের সুবিধা দিতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে আংশিক রপ্তানিকারকরা ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানি করার সুযোগ পাবেন। এই নতুন সুবিধার ফলে দেশের রপ্তানি বৃদ্ধি পাবে বলে আশা করছে এনবিআর।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক রপ্তানিকারক আছেন যারা বিদ্যমান নিয়ম অনুসারে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স পেতে পারেন না। এই লাইসেন্স থাকলে ব্যবসায়ীরা কোনো আমদানি শুল্ক পরিশোধ ছাড়াই রপ্তানিমুখী পণ্যের জন্য কাঁচামাল আমদানি করতে পারেন। লাইসেন্স না পাওয়ায় এতদিন তারা শুল্কমুক্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন।
নতুন নিয়মে, এই আংশিক রপ্তানিকারকরা তাদের আমদানিকৃত পণ্যের উপর শুল্ক কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শুল্কের সমতুল্য একটি ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে শুল্কমুক্ত আমদানির সুবিধা লাভ করতে পারবেন। এটি তাদের উৎপাদন খরচ কমাতে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।
এনবিআর মনে করছে, এই সহজীকৃত প্রক্রিয়াটি অনেক ছোট ও মাঝারি আকারের রপ্তানিকারককে উৎসাহিত করবে, যারা বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স পেতে জটিলতার সম্মুখীন হন। এই সুবিধা দেশের মোট রপ্তানি আয় বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।