
রাজতন্ত্রের দাসত্ব মানবে না সাধারণ মানুষ: সারজিস আলম।
রাজনৈতিক ডেক্স:
ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাধারণ মানুষ আর রাজাদের দাসত্ব মেনে চলবে না। সাধারণের রক্ত চুষে যারা বিত্তবৈভব গড়েছেন, তাদের দিন শেষ। সকল অপকর্মের হিসাব দিতে হবে। চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে তার দল এনসিপি কঠোর অবস্থান নেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সুগার মিল মাঠ থেকে দুর্নীতি ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এনসিপি’র লংমার্চের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মোটরসাইকেল, মাইক্রোবাস ও পিকআপসহ বিভিন্ন যানবাহনে লংমার্চে অংশ নেন নেতাকর্মীরা।
লংমার্চ চলাকালে তেঁতুলিয়ার ঐতিহাসিক তেঁতুল তলায় পথসভায় সারজিস আলম এই বার্তা দেন। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের জীবন জীবিকার ওপর জুলুম-নির্যাতন চালিয়ে সুবিধাভোগীরা নিজেদের স্বার্থে ধন-সম্পদ জমিয়েছেন।
লংমার্চে সারজিস আলম নিজে একটি পিকআপ ভ্যানে চড়ে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন। পঞ্চগড় সদর থেকে শুরু হয়ে জেলার বিভিন্ন পথ ঘুরে এটি তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন হয়ে বাংলাবান্ধা ইউনিয়নে শেষ হয়। দীর্ঘ এ লংমার্চে জেলার পাঁচ উপজেলার এনসিপি নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে দুর্নীতিবিরোধী স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড ছিল।
লংমার্চ শেষে বাংলাবান্ধা থেকে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কে জুলাই স্মৃতি স্তম্ভে সমাপনী বক্তব্য দেন সারজিস আলম।