
রাজাপুরে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
মাছুম বিল্লাহ , ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে নবগঠিত গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে রাজাপুর উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক হোসাইন মোহাম্মদ শাহাদাত।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঝালকাঠি জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর মাহমুদ এবং সহ-সভাপতি গিয়াস উদ্দীন।
সভায় মোঃ নাসির উদ্দীনকে আহ্বায়ক করে রাজাপুর উপজেলা গণঅধিকার পরিষদের ১০ সদস্যের যুগ্ম আহ্বায়ক, ৭ সদস্যের যুগ্ম-সদস্য সচিব এবং ১০ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। আগামী তিন মাসের জন্য এই কমিটির অনুমোদন দেন ঝালকাঠি জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ শাহদুলাল আলী হোসেন।
রাজাপুর উপজেলা কমিটির আহ্বায়ক মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পরিচিতি সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব আবদুল্লাহ কবির, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হামিদসহ ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ।