
রায়পুরে কিশোরীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে পলাতক জয় কুরি।
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরে এক ১৪ বছর বয়সী কিশোরীকে অপহরণের পর সাতদিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগে জয় কুরি (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই জঘন্য ঘটনার পর থেকে অভিযুক্ত জয় কুরি এবং তার তিন সহযোগী পলাতক রয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) রায়পুর থানায় ভুক্তভোগী কিশোরী নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করে, যা পরবর্তীতে আদালতের মাধ্যমে রেকর্ড করা হয়। পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ভুক্তভোগী কিশোরীর অভিযোগ অনুযায়ী, গত ২৫ আগস্ট সন্ধ্যায় সে তার বাসার সামনে থেকে অপহৃত হয়। জয় কুরি ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে মুখে রুমাল চাপা দিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে টানা সাতদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়। এরপর শনিবার সন্ধ্যায় তাকে রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয় এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এই ঘটনায় শহরের পূর্বলাচ গ্রামের হনার বাড়ির স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুরির ছেলে জয় কুরিসহ মোট চারজন জড়িত। পুলিশ জয় কুরির খোঁজে তার বাড়িতে গেলে তার বাবা-মা অসহযোগিতামূলক আচরণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার এসআই মিল্টন জানান, “ধর্ষণের ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।”