
শাকিব খানের সাথে নতুন সিনেমায় ৩ নাইকা
বিনোদন ডেক্স:
ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। এটি নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিতব্য একটি অ্যাকশন-থ্রিলার।
শুক্রবার (২২ আগস্ট) ছবিটির প্রথম পোস্টার প্রকাশিত হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সিনেমার প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড জানিয়েছে, ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজক হিসেবে আছেন শিরিন সুলতানা। সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, “এই সিনেমার গল্প নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে ক্রাইম, লাভ, অ্যাকশন এবং ইমোশন—সবকিছুর মিশেল থাকবে। আমরা চেষ্টা করছি দর্শকদের একটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা উপহার দিতে।”
নির্মাতা আরও জানান, বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং সিনেমাটিকে সফল করতে দেশ-বিদেশের একাধিক দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ছবিতে শাকিব খানের বিপরীতে তিন জন নায়িকা অভিনয় করবেন, তবে তাদের নাম এখনো চূড়ান্ত হয়নি। আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ শাকিব ভক্তদের জন্য নতুন এক চমক হতে পারে বলে আশা করা হচ্ছে। এই সিনেমাটির মাধ্যমে শাকিব খান নতুন রূপে পর্দায় আসবেন বলে ধারণা করা হচ্ছে।