
শারদীয় দুর্গোৎসবে মতলব দক্ষিণে থাকবে কঠোর নিরাপত্তা: ইউএনও আমজাদ হোসেন।
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন জানিয়েছেন, উৎসব চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রতিটি পূজামণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে এবং র্যাব, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টহলে থাকবেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় ইউএনও আমজাদ হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ বছর ২৭ সেপ্টেম্বর থেকে পূজা শুরু হবে। এই উৎসব যেন শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”
ইউএনও আরও জানামিটিগুলোকে মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, গুজব ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোঃ রুহুল আমিন খান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইউসুফ মিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন সাহা, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক, মতলব বাজার শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের পূজা উদযাপন কমিটির সদস্য সুকুমার ঘোষ, বোয়ালিয়া চৌধুরী বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন সাহা, নায়েরগাঁও মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিনয় সরকার এবং বলাই সাহা ও নিমাই ঘোষ প্রমুখ।