
শাহরাস্তিতে ৫৩টি দুস্থ পরিবারকে জেলা প্রশাসকের মানবিক সহায়তা।
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন শাহরাস্তিতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঢেউটিন, নগদ অর্থ এবং সেলাই মেশিন বিতরণ করেছেন। তার এই পদক্ষেপ কর্মদ্যোগ ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
জেলা প্রশাসক ৫৩টি দুস্থ পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়াও, ২০ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। স্বাস্থ্যসেবার উন্নয়নে ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করেন তিনি।
বিতরণ কর্মসূচির পাশাপাশি জেলা প্রশাসক শাহরাস্তি মডেল থানা, ভূমি অফিস, পৌরসভা এবং শিল্পকলা একাডেমি ভবন পরিদর্শন ও নতুন ভবনের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি নিরুপম মজুমদার সহ শাহারাস্তি থানার পুলিশ সদস্য এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।