
Oplus_0
নাটোর (প্রতিনিধি):
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কে আজ দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটোরিক্সার তিন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ বাসটি আটক করতে পারলেও বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।