
সম্পত্তি ফিরে পেতে চাঁদপুরে মানববন্ধন করলেন ‘ভাইরাল মিজান’
স্টাফ রিপোর্টার:
ঢাকায় ‘গরিবের বুফে’ চালু করে পরিচিতি পাওয়া মিজানুর রহমান এবার নিজের পৈতৃক সম্পত্তি উদ্ধারের জন্য চাঁদপুরে মানববন্ধন করেছেন। রোববার (২৪ আগস্ট) সকাল ১০টায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন।
মিজান জানান, তার পৈতৃক ১৯ কাঠা জমি চাঁদপুরের হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামে অবস্থিত। তার আপন চাচাতো ভাই ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে এই জমি দখল করে রেখেছেন। জমি ফেরত চাওয়ায় তিনি বারবার হুমকি-ধমকির শিকার হয়েছেন।
মানববন্ধনে মিজান স্থানীয় প্রশাসন ও জনগণের কাছে সহায়তা চেয়েছেন। তিনি বলেন, “নিজের জমি ফেরত পেতে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কেউ সাহায্য করেনি। আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অনুরোধ করছি, যাতে আমি আমার বাবার সম্পত্তি ফিরে পাই।”
মানববন্ধন চলাকালে অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ মিজানকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে মিজান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন, যেখানে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানান।
উল্লেখ্য, মিজান ঢাকায় ফুটপাতে কম দামে ‘গরিবের বুফে’ চালু করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। মানুষের উদারতা ও তার সরলতার কারণে তিনি ভাইরাল হন। তবে স্থানীয় ব্যবসায়ীদের প্রতিযোগিতা এবং প্রশাসনের উচ্ছেদের কারণে তাকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এর আগেও তিনি ন্যায্য মূল্যে সবজি বিক্রি করে প্রতিযোগিতার শিকার হয়েছিলেন। মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে তিনি এবার নিজের পৈতৃক সম্পত্তি উদ্ধারের লড়াইয়ে নেমেছেন।