হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
সামান্য বৃষ্টিতেই চাঁদপুরের হাইমচর উপজেলার সদর আলগী বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থার অভাবে বাজারের পানি রাস্তায় জমে জলাবদ্ধতার সৃষ্টি করছে, যা ব্যবসায়ী ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটু বৃষ্টি হলেই বাজারের পানি উপচে কাটাখালী রাস্তা এবং মধ্যগল্লি রাস্তাটিকে জলমগ্ন করে তোলে। এর ফলে রাস্তাগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের চলাফেরাও কঠিন হয়ে পড়ছে। প্রায় শতবর্ষী পুরোনো এই বাজারটি মেঘনা নদীর তীরবর্তী। স্থানীয়দের জন্য কৃষি পণ্য ও অন্যান্য দ্রব্য কেনাবেচার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে, বাজারের এই নিয়মিত জলাবদ্ধতার কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষ সীমাহীন কষ্টের শিকার হচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা অভিযোগ করে জানান, গত কয়েক বছর ধরে তারা এই একই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এর কোনো স্থায়ী সমাধান আজও হয়নি। বৃষ্টির পর বাজারের ব্যবসায়ীরা নিজেরাই উদ্যোগ নিয়ে বৈদ্যুতিক মোটর ব্যবহার করে জলমগ্ন এলাকা থেকে পানি সরানোর চেষ্টা করেন। তবে, এই সাময়িক ব্যবস্থা জলাবদ্ধতার মূল সমস্যার সমাধান করতে পারছে না। জলাবদ্ধতার কারণে তাদের বেচাকেনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং স্বাভাবিক কাজকর্ম করা কঠিন হয়ে পড়ছে।
আলগী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল জানান, কাটাখালী রোর্ডে একটি ড্রেন রয়েছে তবে সেটি ব্যবসায়ীদের অবহেলার কারনে এখন অকেজো। তবে আমরা বাজারে নতুন করে ড্রেনেজ ব্যবস্থা করার জন্য উপজেলা পরিষদে একটি আবেদন করেছি সেটি বর্তমানে প্রক্রিয়াধীর রয়েছে বলে জানতে পেরেছি। তবে সরকার ড্রেন দিলে কি লাভ হবে ব্যবসায়ীরা তা সঠিক ভাবে তদারকি বা রক্ষণাবেক্ষণ করেনা।