
ডেক্স রিপোর্টঃ
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যা পাঁচ দিনের মাথায় আরও বাড়তে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে।
বিশেষ করে ফেনীতে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। টানা বৃষ্টির কারণে ফেনী শহরের অধিকাংশ রাস্তা হাঁটু পানির নিচে তলিয়ে গেছে, এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান জানিয়েছেন, আগামী ২-৩ দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির ফলে সীমান্তবর্তী মুহুরী, কহুয়া, এবং সিলোনিয়া নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।