
সিএনজি-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৫
স্টাফ রিপোর্টারঃ
সিএনজি-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত চাঁদপুর সদর উপজেলার গাছতলা আলিয়া মাদ্রাসার সামনে দ্রুতগতির একটি সিএনজি স্কুটার ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় যুবকরা দ্রুত আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানান, দুর্ঘটনার শিকার সিএনজি স্কুটারটি বেপরোয়া গতিতে চলছিল। যাত্রীরা চালককে বারবার গতি কমাতে বললেও তিনি কর্ণপাত করেননি। লঞ্চঘাট থেকে রায়পুর যাচ্ছিল সিএনজিটি। গাছতলা আলিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে সেটি ইজিবাইকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় সিএনজি স্কুটারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয় উদ্ধারকারী যুবকরা জানান, তারা মাঠে খেলা করার সময় বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এসে তারা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
আহতরা হলেন: লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর বংশী গ্রামের বাসেদ ঢালী (৩০), একই জেলার মজু চৌধুরীর হাট এলাকার আল আমিন (৪৫) এবং তার মেয়ে খাদিজা (৫), ইজিবাইক চালক মধ্য তরপুরচণ্ডীর মোঃ তুহিন (৩২), এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার খাসের হাট গ্রামের রিফাত (১৫)। আহতদের মধ্যে রিফাত ছাড়া বাকি চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।