
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নে সেচ প্রকল্পের অব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে বিস্তীর্ণ কৃষিজমি বর্ষার পানিতে তলিয়ে যাচ্ছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতার স্থায়ী সমাধান দাবি করেছেন এলাকাবাসী।
সরজমিনে জানা গেছে, মহজমপুর গ্রামের পানি ব্রিজের নিচে বালুভর্তি জিও ব্যাগ দিয়ে এবং দক্ষিণ আলগীর চরভাঙ্গা গ্রামের পানি সরার খাল বন্ধ করে জোয়ারের পানি আটকানোর ব্যবস্থা করা হয়েছে। এর ফলে নদীর পানি আটকানো গেলেও বৃষ্টির পানি বের হতে পারছে না। বর্ষা মৌসুমে এই জলাবদ্ধতার কারণে কৃষকদের চাষাবাদ ব্যাহত হচ্ছে। অনেক কৃষক এ বছর জমিতে ফসল আবাদ করতে পারেননি।
স্থানীয় কৃষক হাফেজ মাল, আব্দুল কাদের, এবং কালু গাজী জানান, প্রতি বছর বৃষ্টিতে তাদের কৃষি জমি ও পুকুর তলিয়ে যাচ্ছে, ফসলের মাঠ ভেসে যাচ্ছে। এতে ধান, পান এবং অন্যান্য মৌসুমী সবজি নষ্ট হচ্ছে। কৃষক আল আমিন জানান, জলাবদ্ধতার কারণে তার পানের বরজ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তারা দ্রুত মহজমপুর ও চরভাঙ্গা গ্রামের দুটি ব্রিজের নিচে সুইসগেট নির্মাণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী এস এম রেফাত জামিল জানান, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সেচ রেগুলেটর প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই সুইসগেট নির্মাণ কাজ শুরু হবে।