ডেক্স রিপোর্ট:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
২৬ মার্চ ২০২৫ বুধবার সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর, আইজিপি বাহারুল আলম বিপিএম শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এ সময় আইজিপি বাহারুল আলম বিপিএম বলেন, “আজ আমরা গভীর শ্রদ্ধার সাথে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণ করছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাদের এই আত্মত্যাগ আমাদের জন্য এক অবিস্মরণীয় প্রেরণা।”
তিনি আরও বলেন, “আমাদের দায়িত্ব হচ্ছে এই স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখা এবং একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা।”
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।