হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর সাত বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছে।
আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই পুরস্কার প্রদান করেন।
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: বিজ্ঞান ও প্রযুক্তিতে: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে: নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায়: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায়: বদরুদ্দীন মোহাম্মদ উমর, প্রতিবাদী তারুণ্যে: আবরার ফাহাদ (মরণোত্তর)।
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ১৮ ক্যারেট স্বর্ণের ৫০ গ্রাম ওজনের একটি পদক, তিন লাখ টাকা এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পুরস্কারপ্রাপ্তদের অবদানের কথা তুলে ধরেন এবং দেশের উন্নয়নে তাদের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।শ
তিনি জানান, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের লক্ষে প্রতি বছর জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়ে থাকে।