হাইমচরে উপজেলা পরিষদের নতুন সম্মেলন কক্ষের উদ্বোধন
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের নবনির্মিত সম্মেলন কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষা ফিতা কেটে নতুন এই সম্মেলন কক্ষের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।
সভায় আবেগাপ্লুত কণ্ঠে ইউএনও উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, “এই উপজেলায় যোগদানের পরই আমার মনে হয়েছিল যেন এটি আমার নিজের উপজেলা। এখানে যা কিছু উন্নয়ন কাজ করা হয়েছে, তা সবই সরকারের। তবে আমি আন্তরিকভাবে চেয়েছি হাইমচরের জন্য কিছু অবদান রাখতে, নিজের উপজেলার মতো করেই এটিকে সাজিয়ে তুলতে চেষ্টা করেছি।”
কান্নাজড়িত কন্ঠে তিনি আরও বলেন, “হাইমচরকে আমি আমার নিজের মতো করে ভালোবেসেছি। এখানকার মানুষের কথা আমার চিরজীবন মনে থাকবে। মেঘনা নদী বিধৌত এই হাইমচর সত্যিই অসাধারণ সুন্দর।”
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী এবং হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার হাফেজ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, সমাজসেবা অফিসার ফেরদাউস আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।