নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাইমচর উপজেলায় উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন স্বপ্ন আয়োজিত ২য় পর্যায়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে প্রশিক্ষণ সম্পন্ন।
শনিবার (৩০ নভেম্বর) দিনব্যপী ২নং আলগী দূর্গাপুর উওর ইউনিয়ন পরিষদে স্বপ্ন প্রকল্পের সহযোগিতায় জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন মোকাবেলার অভিযোজন বিষয়ক প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আজহারুল ইসলাম এর সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন স্বপ্ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন।
উক্ত প্রশিক্ষণে স্থানীয় দুর্যোগ ঝুকি হ্রাস করণ ও জলবায়ু পরিবর্তন জনিত অভিযোজনে স্বপ্ন প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে ধারনা। জেন্ডার সম্পর্কে সাধারণ ধারনা। বাংলাদেশের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক কাঠামো ও সরকারের নির্দেশনা বলি। ইউডিএমসি এর দায়িত্ব ও কর্তব্য এবং স্বপ্ন প্রকল্প বাস্তবায়নের ভূমিকা। ইউনিয়ন পরিষদ কে প্লাস্টিক দূষণমুক্ত করা। দুর্যোগ পূর্ব দুর্যোগ কালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে কার্যক্রম ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উক্ত প্রশিক্ষণে হাইমচর প্রেসক্লাব সদস্য হাসান আল মামুন, জাহিদুল ইসলাম সহ ২নং উওর আলগী দুর্গাপুর ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।