
হাইমচরে আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভায় মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হুঁশিয়ারি
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
হাইমচর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আইন-শৃঙ্খলা কমিটি এবং সমন্বয় উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মহুরি, হাইমচর থানা ওসি (তদন্ত) শাহ আলম, উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কেএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিল খন্দকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাস্টার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ।
সভায় বক্তারা হাইমচরে মাদকদ্রব্যের বিস্তার এবং কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এই দুটি সামাজিক ব্যাধি দমনে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একইসাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়ন এবং উপজেলার অন্যান্য জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় তার বক্তব্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাং দমনে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে এবং কোনো প্রকার আপস করা হবে না।