নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় আস শিফাহ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বাদ মাগরিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের সামনে মার্কেটের ২য় তালায় আস শিফাহ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল হোসাইনের পরিচালনায় ও আস শিফাহ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মাওলানা এইচ এম ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আবুল হাশেম (কুমিল্লা হুজুর)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা সাবেক অফিসার আব্দুর রহিম, গন্ডামারা এবিএস ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধক্ষ্য মাওলানা আব্দুর রহমান হামিদী, আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধক্ষ্য মাওলানা জিল্লুর রহমান ফারুকী।
অন্যান দের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর হক বাবুল, হাইমচর প্রেসক্লাব আহবায়ক মোহাম্মদ ফারুকুল ইসলাম, সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটওয়ারী, গন্ডামারা এবিএস ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুসলিম গাজী, উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মিজান ভূইয়া, সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহম্মেদ আখন প্রমুখ।
এসময় গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন গাজী, আলগী বাজার ব্যবসায়ী আজিজ পাটওয়ারী, আস শিফাহ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা পরিষদের সদস্য মোঃ মাহফুজুর রহমান, আব্বাস, আল আমিন, মোঃ ফরিদ আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিলাদ পরিচালনা করেন আস শিফাহ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার পরিচালক সদস্য মুফতি মোসলেহ উদ্দিন সালেহী।