হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
“ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখা তাদের উপজেলা যুব সম্মেলন সম্পন্ন করেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার দূর্গাপুর হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি শরীফ মোঃ মাসুম বিল্লাহর সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা মাকসুদুর রহমান বিগত ৫৩ বছরে ক্ষমতায় আসা সরকারগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, কোনো সরকারই দেশকে সঠিকভাবে সংস্কার করতে পারেনি। সমাজে দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজির বিস্তার উল্লেখ করে তিনি আগামীতে ক্ষমতায় এসে রাষ্ট্র সংস্কারের ভ্রান্ত চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পূর্বেই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন ভবিষ্যতে ক্ষমতায় এলে ইসলামী সমাজ ব্যবস্থা চালু করা হবে। দেশের মানুষের ভোটাধিকার ও অন্যান্য সকল অধিকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ অভাবমুক্ত হয়ে শান্তির স্বর্গরাজ্যে পরিণত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক মুহা. মাইন উদ্দিন সুজন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী সম্পাদক মুহা. আল আমিন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি ডা. মাওলানা মোঃ ছফিউল্লাহ এবং সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম শিমুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি রিপন মুন্সি, ইসলামী যুব আন্দোলন উপজেলার দপ্তর সম্পাদক মাওলানা মোঃ খলিলুর রহমান, ইসলামী যুব আন্দোলন দক্ষিণ আলগী ইউনিয়ন নেতা নয়ন পাটোয়ারী সহ ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন ও ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ইসলামী যুব আন্দোলন উপজেলার শাখার পূর্বের কমিটিকে বিলুপ্ত করে নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে মোঃ নুরুল ইসলাম হাওলাদার, সহ সভাপতি হিসেবে গাজী মোঃ মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ মোঃ মাহমুদুল হাসান এর নাম ঘোষণা করেন চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান।