
oplus_1024
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় ওলামা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় আদর্শ শিশু নিকেতন স্কুলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল।
উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারীর পরিচালনায় উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিরাজ হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া সহ উপজেলা ওলামা দলের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।