ডেক্স রিপোর্ট:
চাঁদপুরের হাইমচরে কলেজ ছাত্রদলের সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার বাদী, আহসান হাবীবের উপর সন্ত্রাসী হামলার ঘটনায়, বিক্ষোভ সমাবেশ করেছে হাইমচর উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা সদর আলগীবাজারে এ বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন ছাত্র দলের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে উপজেলা ছাত্রদল সভাপতি ফয়সাল আখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলাদ মাঝির পরিচালনায় উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, এসময় তারা বলেন, কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবীবকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে জখম করেছে সরদার জলিল মাস্টারের ভাগিনা সন্ত্রাসী মিরাজ। আমরা এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। অতিবিলম্বে এ সন্ত্রাসী সহ যারা এ ঘটনার সাথে জড়িত ও হুকুমদাতা সবাইকে আইনের আওতায় এনে বিচারের দাবী জানাই। যে কোন মূল্যে এ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা রাজ পথে এ সন্ত্রাসীদের দাত ভাঙ্গা জবাব দিব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই পুলিশ প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি সন্ত্রাসীদের ও তাদের গডফাদারকে দ্রুত আইনের আওতায় আনুন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান মিয়া, উপজেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক রায়হান হোসেন বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক সবুজ হোসাইন, যুগ্ম সম্পাদক মালেক রুমি, দপ্তর সম্পাদক সামীম হোসেন, আলগী দক্ষিন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জাহিদ কোতয়াল, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, উত্তর আলগী ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ইব্রাহীম খলীল, সিনিয়র সহ সভাপতি রুবেল দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক সুমন পাটওয়ারী, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল গাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল পাটওয়ারী, হাইমচর সরকারি কলেজ দপ্তর সম্পাদক সামীম আহমেদ সহ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।